শেয়ারবাজারে সূচক বাড়লেও গতি কমেছে
শেয়ারবাজারে সূচকের বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধির তেমন গতি নেই। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস দুপুর ১২টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২ পয়েন্ট।
আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের বেশ ভালো একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গিয়েছিল। আধা ঘণ্টার লেনদেনেই ডিএসইএক্স বেড়েছিল ৬০ পয়েন্ট। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৬১ পয়েন্ট। বাড়তে দেখা ছিল বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।
দুই ঘণ্টা লেনদেনের পর দেখা যায় হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮১টির দর বেড়েছে, কমেছে ১১০টির, অপরিবর্তিত আছে ৬৪টির দর। লেনদেন হয়েছে ৪৪৭ কোটি টাকার।

Post a Comment