এমসি কলেজের অধ্যক্ষ ও তত্ত্বাবধায়কের পদত্যাগ চায় জেলা আ.লীগ
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় কলেজ অধ্যক্ষ সালেহ আহমদ ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মো. জামাল উদ্দিনের পদত্যাগ দাবি করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাবি জানানো হয়। শনিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিটি বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। রোববার সকালে যোগাযোগ করলে জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর সার্বিক অবস্থা আমরা আমাদের অবস্থান থেকে পর্যবেক্ষণ করে দেখেছি। এতে কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের ভূমিকা মোটেই সন্তোষজনক ছিল না। একটি ঐতিহ্যবাসী শিক্ষাপ্রতিষ্ঠানের সুনামের স্বার্থে এই দাবি জানিয়েছি।’
إرسال تعليق