চালের দাম বেড়েছে ৩ দিনে

 

চালের দাম বেড়েছে ৩ দিনে



পেঁয়াজের পর এবার চাল ও ভোজ্যতেল চাপে ফেলল সাধারণ মানুষকে। বাজারে সব ধরনের চালের দাম কেজিতে দুই থেকে চার টাকা বেড়েছে। আর খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারে পাঁচ টাকার মতো।

ভারত ১৪ সেপ্টেম্বর রপ্তানি বন্ধের পর দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকায় স্থিতিশীল হয়েছে। সরকারি সংস্থা টিসিবির হিসাবে, এক মাস আগের তুলনায় এ দাম দ্বিগুণের বেশি।

চালের বাজার আগেই চড়া ছিল। বাড়ছিল খোলা সয়াবিন ও পাম তেলের দামও। এখন আবার বাড়ল।

Post a Comment

أحدث أقدم