‘জাস্ট ফ্রেন্ড’–এর ছেলের বাবা হলেন ফিনিক্স

 ‘জাস্ট ফ্রেন্ড’–এর ছেলের বাবা হলেন ফিনিক্স

লুকিয়ে প্রেম করার ক্ষেত্রে সব দেশের মানুষ বুঝি একই রকম আচরণ করেন। ধরা পড়ে গেলে বলেন, ‘আমরা তো জাস্ট ফ্রেন্ড।’ ‘জোকার’খ্যাত অস্কারজয়ী অভিনেতা হোয়াকিন ফিনিক্সের ক্ষেত্রেও সেটা হয়েছে। এখন ‘জাস্ট ফ্রেন্ড’ রুনি মারার সন্তানের বাবা তিনি।

২০১৩ সালে ‘হার’ ছবির সেটে পরিচয় হয় রুনি ও ফিনিক্সের। সেখান থেকেই যেন তাঁদের প্রেম। পরে যেখানেই দেখা হতো, লাজুক দৃষ্টিতে একে অন্যের দিকে তাকিয়ে তাঁরা হাসতেন। মায়াভরা চোখে খুনসুটি করতেন। ‘ইউ অয়ার নেভার রিয়্যালি হিয়ার’ ছবিতে অভিনয়ের জন্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিনিক্স যেবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন, উষ্ণ আলিঙ্গনে তাঁকে অভিবাদন জানিয়েছিলেন রুনি।


Post a Comment

أحدث أقدم