এবার গ্রেপ্তার হলেন ২ নম্বর আসামি তারেক
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত ২ নম্বর আসামি তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে ওই মামলায় এজাহারে নাম থাকা ছয় আসামিই গ্রেপ্তার হলেন। এ ছাড়া এজাহারভুক্ত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে আরও দুজনকে (এজাহারে নেই) গ্রেপ্তার করা হয়েছিল।
কে সিলেটে নিয়ে আসা হচ্ছে।আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সুনামগঞ্জের দিরাই থেকে তারেককে গ্রেপ্তার করে র্যাব-৯-এর একটি দল। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন র্যাব-৯-এর এএসপি (গণমাধ্যম) ওবাইন রাখাইন। তিনি বলেন, সুনামগঞ্জের দিরাই থেকে মামলার এজাহারভুক্ত আসামি তারেক আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তাঁ
Post a Comment