ছাত্রলীগের ‘অব্যাহত অপকর্মের’ প্রতিবাদ ছাত্রদলের
বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী ‘অব্যাহত অপকর্ম’ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণসহ সব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
সিলেটের এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এই দাবি জানান ছাত্রদলের সভাপতি। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন৷ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপের সামনে এসে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
Post a Comment