সিলেটের ঘটনা ভয়ংকর-ভয়াবহ, এটা আ.লীগের সৃষ্টি: ফখরুল

 

সিলেটের ঘটনা ভয়ংকর-ভয়াবহ, এটা আ.লীগের সৃষ্টি: ফখরুল


সিলেটের এমসি কলেজের হোস্টেলে ধর্ষণের ঘটনা ভয়ংকর ও ভয়াবহ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে নৈরাজ্য চলছে। আর এটা ক্ষমতাসীন আওয়ামী লীগেরই সৃষ্টি।

আজ রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন। তিনি বলেন, ‘সিলেটের এমসি কলেজের ঘটনা অত্যন্ত ভয়ংকর ও ভয়াবহ। এটাই দেশের প্রকৃত চিত্র। এখানে কারও কোনো নিরাপত্তা নেই। এখানে একটা ল‘লেসনেস চলছে, নৈরাজ্য চলছে এবং সেটা আওয়ামী লীগের সৃষ্ট।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা এই ঘটনা (ধর্ষণ) তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অবিলম্বে ছাত্রলীগের দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে প্রায় ৫০ বছর হতে যাচ্ছে স্বাধীনতার। এখন পর্যন্ত দেশে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এই ধরনের নৈরাজ্য বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।এই আওয়ামী লীগ একটা ব্যাপারে সফল হয়েছে যে তারা সারা দেশের সকল মানুষের মধ্যে একটা ত্রাস সৃষ্টি করতে পেরেছে, একটা ভয়ভীতি সৃষ্টি করতে পেরেছে।

Post a Comment

أحدث أقدم