ইউএনও ও তার পিতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলি শেখের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানরা।
আজ সোমবার সকালে রংপুর নগরীর কাচারী বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রংপুর জেলা ও উপজেলা এবং মহানগর কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপী চলা উক্ত মানববন্ধনে রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোচ্ছাদ্দেক হোসেন বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি তহিদুল ইসলাম,সাধারন সম্পাদক আহমেদ রিয়াজ মাহমুদ সুজনসহ জেলার মুক্তিযোদ্ধার সন্তানরা অংশ গ্রহন করেন। মানব্বন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।

Post a Comment