ধর্ষণ, নির্যাতনের অনেক ঘটনাই আড়ালে থেকে যায়: ওবায়দুল কাদের
নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটলে সমাজে হেয় প্রতিপন্ন হওয়ার ভয়ে অনেকে তা প্রকাশ করে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ জন্য অনেক ঘটনাই আড়ালে থেকে যায় বলে তিনি মনে করেন। এ ধরনের ঘৃণ্য অপরাধের বিষয় গোপন না রেখে অপরাধীদের শাস্তি প্রদানের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে সময়মতো জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে বৃহস্পতিবার এক অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি আরও বলেন, ঘৃণ্য অপরাধীদের যারা আশ্রয় প্রশ্রয় দেবে, তাদেরও বিচারের আওতায় আনা হবে। প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে, কোনো অপরাধীই রক্ষা পাবে না।
إرسال تعليق