কী ভাবছে দর্শক

 কী ভাবছে দর্শক


১৬ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে তথ্য মন্ত্রণালয়। সিনেমা হল খোলা প্রসঙ্গে দর্শকেরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে সিনেমা দেখায় বাধা নেই অনেকের। তবে পরিবারসহ সিনেমা দেখার পরিবেশ তৈরি করতে হবে সিনেমা হলে। কেউ বলেছেন, এখনই সিনেমা দেখা নয়, পরিস্থিতি আরও ভালো হোক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আবদুল্লাহ বুখারী নিয়মিত হলে গিয়ে সিনেমা দেখেন। সিনেমা হল খুললে যাবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অবশ্যই। ছয় মাস ধরে হলে যাই না। সবকিছুই খোলা, সিনেমা হল নয় কেন? তবে মাস্ক পরা বাধ্যতামূলক করতে হবে। হাত স্যানিটাইজ করে হলে ঢুকতে হবে।’

আবদুল্লাহ বুখারীর মতে, এ পরিস্থিতিতে ছয়টি শোর জায়গায় তিনটি শো করা উচিত। একটি অথবা দুটি সিট ফাঁকা রেখে বসার ব্যবস্থা করতে হবে। আর দুটো শোর মাঝখানে পুরো হল স্যানিটাইজ করা সম্ভব হলে ভালো।

Post a Comment

Previous Post Next Post