ভারতের মাটিতে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান আফ্রিদি

ভারতের মাটিতে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে চান আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদির কথা শুনলে মনে হবে—গাছে কাঠাল গোঁফে তেল। কিন্তু খেলাধুলায় লক্ষ্য থাকতে হয়। পাকিস্তানি পেসার স্রেফ নিজের লক্ষ্যের কথাই বলেছেন—টি–টোয়েন্টি বিশ্বকাপ জিততে চান ভারতের মাটিতে।

ভাবতে পারেন, কথাটা একটু আগেভাগেই হয়ে গেল না! টি–টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো এক বছরের মতো সময় বাকি। শিরোপা জেতা দূরে থাক, ২০ বছর বয়সী এই পেসার সে সময় পাকিস্তান দলে থাকবেন কি না, সেটাও বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। কিন্তু ওই যে, মানুষ আশায় বাঁচে, আশাই মানুষকে নিয়ে যায় ইপ্সিত লক্ষ্যের কাছে।

Post a Comment

أحدث أقدم