নিজেকে ‘বাথরুম সিঙ্গার’ ভাবেন নুসরাত ফারিয়া

 নিজেকে ‘বাথরুম সিঙ্গার’ ভাবেন নুসরাত ফারিয়া

ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে ব্রিটিশ স্কুল অব ল কলেজে পড়ছেন ঢালিউড তারকা নুসরাত ফারিয়া। তাঁর এলএলবি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হওয়ার কথা আজ। একটু ভয় ভয় করছিল ফারিয়ার। অন্যদিকে রোমাঞ্চকর দিন–রাত কাটছে তাঁর। মুক্তির ৪৮ ঘণ্টায় ইউটিউব বাংলাদেশে ট্রেন্ডিংয়ের দুই নম্বরে উঠে এসেছে তাঁর গাওয়া ‘আমি চাই থাকতে’ গানটি।



নিজের গান নিজে কতবার শুনেছেন? কেমন সাড়া পাচ্ছেন? এসব প্রশ্নের উত্তরে ফারিয়া বলেন, ‘আমি তো এক বছর ধরে শুনছি। কতবার যে শুনেছি, তার কোনো হিসাব নেই। ঢাকা থেকে কলকাতা—দারুণ সাড়া পাচ্ছি। আমার বন্ধু, সহকর্মী সবাই গানটি শেয়ার করেছেন। শুভশ্রী, পরীমনি, সাফা কবিররা শেয়ার করেছেন। ফোনের পর ফোন, মেসেজ আসছে। গান আর মিউজিক ভিডিও নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কোয়ালিটি টকস ইটসেল্ফ। এটা মিউজিক ভিডিওর সেরা প্রোডাকশনগুলোর একটা।’

‘আমি চাই থাকতে’ গানটি প্রকাশিত হয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে। নুসরাত ফারিয়ার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি কানাডীয় শিল্পী মাস্টার ডি। সংগীতচিত্রেও দেখা গেছে দুই শিল্পীকে। সংগীতচিত্রের পরিচালক ভারতের কলকাতার জনপ্রিয় নৃত্য ও চলচ্চিত্র পরিচালক বাবা যাদব। এর শুটিংও হয়েছে ভারতের জয়পুরে। দুই দিনে গানটির ভিউ ৭ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

Post a Comment

Previous Post Next Post