‘করোনা তো আর নেই’ বলছে অনেক আফ্রিকান

 

‘করোনা তো আর নেই’ বলছে অনেক আফ্রিকান  


আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো।যদিও অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। আফ্রিকার বিভিন্ন দেশে করোনার সংক্রমণ রোধে বিভিন্ন ব্যবস্থা চালু। দক্ষিণ আফ্রিকা বা রুয়ান্ডায় যখন করোনা রোধে কড়া নিয়মকানুন, তখন আইভরি কোস্ট বা কঙ্গোর মানুষ বলছেন, করোনা তো চলে গেছে। বিশেষজ্ঞরা করোনা রোধে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

আফ্রিকার বিভিন্ন দেশ করোনার সংক্রমণ রোধে নিয়মকানুন শিথিল করেছে। বাসিন্দারাও আগের তুলনায় কিছুটা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে। তবে বিশেষজ্ঞরা সতর্কতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post