করোনার তথ্য জানতে ২ কোটি সাড়ে ১১ লাখের বেশি ফোনকল
করোনাভাইরাস-সংক্রান্ত তথ্য জানতে স্বাস্থ্য অধিদপ্তরের তিনটি হটলাইন নম্বরে সাড়ে ছয় মাসে ২ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৮১৩টি ফোন এসেছে। এর মধ্যে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফোন এসেছে ৪৬ হাজার ৭৭০টি।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। করোনা-সংক্রান্ত সেবা পাওয়ার তিনটি ফোন নম্বর হচ্ছে ১৬২৬৩ (স্বাস্থ্য বাতায়ন), ৩৩৩ (হটলাইন), ১০৬৫৫ (আইইডিসিআরের হটলাইন)।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের (১৬২৬৩ ও ৩৩৩) মাধ্যমে সাড়ে ছয় মাসে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৪ লাখ ৪ হাজার ২০১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এই সেবা নিয়েছেন ৪ হাজার ৫০৬ জন।
Post a Comment