এবার দিল্লিতে কৃষক বিক্ষোভের আঁচ

 এবার দিল্লিতে কৃষক বিক্ষোভের আঁচ:


ভারতে কৃষক বিল পাসের আগে থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছিল। সেই বিক্ষোভের আঁচ আছড়ে পড়ল এবার রাজধানী দিল্লিতে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাঞ্জাবের এক দল কংগ্রেস কর্মী দিল্লির ইন্ডিয়া গেটের কাছে আজ সোমবার সকালে একটি ট্রাক্টরে আগুন লাগান। সেখান থেকে পাঁচ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, যে গাড়িতে চেপে তাঁরা দিল্লি এসেছিলেন, সেটাও আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সবাই পাঞ্জাব যুব কংগ্রেসের সদস্য। যে ট্রাক্টরটিতে আগুন দেওয়া হয়েছে, সেটি ট্রাকে চাপিয়ে আনা হয়েছিল। বিক্ষোভের ঘটনা যুব কংগ্রেসের ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
পুলিশ বলেছে, আজ সকালে পাঞ্জাব যুব কংগ্রেসের প্রায় ২০ সদস্য দিল্লি গেটে জড়ো হন। এরপর ট্রাক্টরে আগুন ধরিয়ে তাঁরা নতুন কৃষি আইনের বিরোধিতা করে স্লোগান দেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এক টুইট বার্তায় লিখেছেন, ট্রাকে করে ট্রাক্টর এনে আগুন লাগিয়ে কংগ্রেস নাটক করেছে। এ জন্যই দেশের মানুষ তাদের ভোট দেয়নি।

Post a Comment

Previous Post Next Post