ফাতির ‘রোনালদিনহো’ হবেন মেসি?
রোনালদিনহোর পিঠে লিওনেল মেসি, হাত নাড়িয়ে জবাব দিচ্ছেন দর্শক অভিবাদনের। ২০০৫ সালের ছবিটি হিরন্ময় হয়ে আছে ফুটবল ইতিহাসে। পেশাদার ফুটবলে বার্সেলোনার জার্সিতে মেসি প্রথম গোলের খাতা খুলেছিলেন রোনালদিনহোর পাস থেকে। লা লিগায় আলবাসেতের বিপক্ষে গোলটি করেছিলেন। এর পরেই মেসিকে পিঠে তুলে নিয়েছিলেন রোনালদিনহো।
২০০৫ সালে কলি থেকে কেবল ফুল হয়ে ফুটতে শুরু করেছেন মেসি আর রোনালদিনহো দলটির প্রতিষ্ঠিত তারকা। মেসির প্রয়োজন ছিল স্নেহ ও ভালোবাসা। তখন তাঁর পিঠে স্নেহের হাতটা রেখেছিলেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন যুগল একসঙ্গে বার্সেলোনার জার্সিতে মাঠ মাতিয়েছেন ২০০৮ সাল পর্যন্ত। পরে মেসি হয়ে উঠেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। মেসি অনেকবারই বলেছেন তাঁর জীবনে রোনালদিনহোর কতটা প্রভাব। সেই মেসি বুঝি এখন নিজে হয়ে উঠতে যাচ্ছেন ‘রোনালদিনহো’, আর তাঁর ভূমিকায় আনসু ফাতি।
Post a Comment