আর্জেন্টাইন ইকার্দিতে ম্লান ব্রাজিলের নেইমার

 

আর্জেন্টাইন ইকার্দিতে ম্লান ব্রাজিলের নেইমার


প্রথম দুই ম্যাচে হেরে দুঃস্বপ্নের মতো এবার লিগ শুরু করেছিল পিএসজি। পরের তিন ম্যাচ জিতে সে দুঃস্বপ্ন বেশ ভালোভাবেই ধামাচাপা দিল তাঁরা। আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দির জোড়া গোলে রেঁসকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। ওদিকে লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ গোলহীন থাকলেন নেইমার।

ম্যাচের মাত্র নয় মিনিটে দলকে এগিয়ে দেন ইকার্দি। এমবাপ্পের কাছ থেকে বল নিয়ে রেঁসের ডিফেন্ডার দারিও মারেসিচকে বোকা বানিয়ে ডান পায়ের শটে প্রথম গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। গোলের বেশ কিছু সুযোগ পেলেও সমানে মিস করেছে প্যারিসের দলটা। নেইমারের বানানো বল থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন এমবাপ্পে। বারবার গোলের সুযোগ সৃষ্টি হলেও শেষমেশ কোনো না কোনোভাবে লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল শট। ১৩ তম মিনিটে সহজ এক হেড করে গোল করতে পারেননি ইকার্দি। কিছুক্ষণ পর অ্যানহেল ডি মারিয়ার এক শটও গোলের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়।

Post a Comment

Previous Post Next Post