শ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ

 শ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ


শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা আসবে। বিসিবি গত দুই সপ্তাহ ধরেই এর অপেক্ষায় ছিল। অবশেষে অপেক্ষা ফুরাল। গতকাল বিসিবিকে সংশোধিত স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি আজ নিজেদের মধ্যে আলোচনাও সেরেছে। আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বোর্ড প্রধান শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে বলেছেন, ‘আমরা কাল ওদের কাছ থেকে (স্বাস্থ্য নির্দেশিকা) পেয়েছি। আজ আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না। নতুন করে সূচি করার জন্য বলে দিয়েছি।’

Post a Comment

Previous Post Next Post