যাচাই ডটকমে ডেলিভারি চার্জ ছাড়াই পাওয়া যাচ্ছে পেঁয়াজ
ই-কমার্স প্ল্যাটফর্ম যাচাই ডটকমে ৩৬ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে পেঁয়াজ। নেই কোনো ডেলিভারি চার্জ। জানা যায়, ৩৬ টাকা কেজিতে ৫টি ই-কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ কেনা যাবে। টিসিবির অনলাইন ডিলারশিপ পাওয়া ৫টি ই-কমার্স প্ল্যাটফর্ম হলো- যাচাই ডটকম, চালডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদ ডটকম ও সবজি বাজার ডটকম।
আপাতত ৩৬ টাকা কেজিতে একজন ক্রেতা সর্বোচ্চ ৩ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে শিগগিরই এটি ৫ কেজি করা হবে। আর এই পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়া হবে ৩০ টাকা ডেলিভারি চার্জে। তবে যাচাই ডটকমে ডেলিভারি চার্জ ছাড়া কেনা যাবে পেঁয়াজ। শুরুতে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকেরা এই সুবিধা পাচ্ছেন।

Post a Comment