শক্তিমান খলনায়কের সংকট ঢালিউডে

 শক্তিমান খলনায়কের সংকট ঢালিউডে


ঢালিউডে শক্তিমান খলনায়ক কমে গেছে। ২০০০ সালের পরও বেশ কিছুদিন খলনায়ক হিসেবে কাজ করেছেন শক্তিশালী অভিনয়শিল্পীরা। কিন্তু গত এক যুগে প্রয়াত হয়েছেন তাঁদের অনেকেই। বয়স বেড়ে যাওয়ার কারণে অনেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েছেন। ঢাকার সিনেমাগুলোতে এখন খলনায়কের সংকট দেখা দিয়েছে।

২০০০ সালের পর থেকে একে একে প্রয়াত হয়েছেন খলিলুল্লাহ খান, ওয়াসিমুল বারী রাজীব, হুমায়ূন ফরীদি ও মিজু আহমেদ। বয়স বেড়ে যাওয়ার কারণে অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন এ টি এম শামসুজ্জামান ও আহমেদ শরীফ। সবশেষ চলতি মাসে ঢালিউড হারিয়েছে আরেক শক্তিমান অভিনেতা সাদেক বাচ্চুকে। এমনিতেই ঢাকাই চলচ্চিত্রে নানামুখী সংকট। সেখানে শক্তিমান খলনায়কের অভাব নতুন সংকট হিসেবে যুক্ত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post