করোনায় আক্রান্ত ম্যানসিটির দুই ফুটবলার

 

করোনায় আক্রান্ত ম্যানসিটির দুই ফুটবলার

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার সিটির দুই ফুটবলার। দলটির ফ্রেঞ্চ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে ও আলজেরিয়ান মিডফিল্ডার রিয়াদ মাহরেজের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। 

সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে কারো শরীরে করোনা উপসর্গ নেই বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। 

বর্তমানে দুজনই প্রিমিয়ার লিগ এবং ব্রিটিশ সরকারের দেয়া করোনা প্রটোকল মেনে সেলফ-আইসোলেশন চলে গেছেন। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে আবারো তাদের করোনা পরীক্ষা করা হবে। 

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ইপিএলের ২০২০-২১ মৌসুম শুরু হতে যাচ্ছে। গেল আসরে লিগ টেবিলের দ্বিতীয় স্থান অর্জন করা ম্যানসিটি ২১ সেপ্টেম্বর উলভারহ্যাম্পটনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে।

Post a Comment

Previous Post Next Post