আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সেঞ্চুরি

 

আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল সেঞ্চুরি


জাতীয় দলের হয়ে বছরে প্রথমবার খেলতে নেমেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। সুইডেনের বিপক্ষে লক্ষ্যভেদ করে ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি পূরণ করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

সোলনায় মঙ্গলবার উয়েফা নেশন্স লিগের ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে দেশের হয়ে শততম গোলটি করেন রোনালদো।

পায়ের সংক্রমণে শিরোপা ধরে রাখার মিশনে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারেননি রোনালদো। ফিরেই অপেক্ষার ইতি টানলেন তিনি। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিকে ঠিকানা খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ১৬৫ ম্যাচে দারুণ এই কীর্তি গড়লেন জুভেন্টাস তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই ১০৯টি।

Post a Comment

Previous Post Next Post