মিঠুনের ছেলের বিরুদ্ধে আবার ধর্ষণের মামলা
ছেলেকে নিয়ে শান্তি পেলেন না মিঠুন চক্রবর্তী। একের পর এক অভিযোগ তাঁর মিমোর বিরুদ্ধে। বারবার বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হন এ অভিনেতা। সম্প্রতি আবার বিতর্কে জড়ালেন মহাক্ষয় চক্রবর্তী মিমো। অভিযোগ বেশ গুরুতর। এবার মিমো এবং তাঁর মা যোগিতাবালির বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ওশিওয়াড়া পুলিশ থানায়। এক ভোজপুরী অভিনেত্রীকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে মিমোর বিরুদ্ধে। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তবে মামলাটি সাম্প্রতিক। ছেলেকে নিয়ে শান্তি পেলেন না মিঠুন চক্রবর্তী। একের পর এক অভিযোগ তাঁর মিমোর বিরুদ্ধে। বারবার বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনাম হন এ অভিনেতা। সম্প্রতি আবার বিতর্কে জড়ালেন মহাক্ষয় চক্রবর্তী মিমো। অভিযোগ বেশ গুরুতর। এবার মিমো এবং তাঁর মা যোগিতাবালির বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ওশিওয়াড়া পুলিশ থানায়। এক ভোজপুরী অভিনেত্রীকে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে মিমোর বিরুদ্ধে। ঘটনাটি বেশ কয়েক বছর আগের। তবে মামলাটি সাম্প্রতিক। সম্পর্ক থাকার সময়ে মিমো তাঁকে বাড়িতে ডাকেন এবং তরল পানীয়র সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এরপর ওই ভোজপুরী নায়িকাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে বহুবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় তিন বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্ক বজায় রাখেন মিমো। ওই নায়িকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করাতে বলেন। না মানলে জোর করে তাঁকে কিছু ওষুধ খাওয়ান মিমো। ফলে সন্তান হারান ওই নারী। এফআইআরের কপিতে অভিযুক্তর তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর স্ত্রীরও। তিনি নাকি দুই বছর ধরে মিমোর ওই প্রেমিকাকে হুমকি দিয়েছেন এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপও দিচ্ছেন।
إرسال تعليق