টেকনিক্যাল ও পলিটেকনিকগুলোতে ১২৬০০ পদে নিয়োগ দেবে সরকার
দেশে কর্মমুখী শিক্ষার প্রসারে টেকনিক্যাল কলেজ ও পলিটেকনিকগুলোতে আগামী তিন অর্থবছরে প্রায় ১২ হাজার ৬০৭ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে সরকার প্রথমবারের মতো কারিগরি প্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাডার পদ তৈরি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুক বাসসকে বলেন, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে এবং কর্মসংস্থানমুখী শিক্ষার উন্নয়নে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য মোট ১ হাজার ৬১টি ক্যাডার পদ তৈরি করা হয়েছে। দেশে ও বিদেশে বর্তমান চাকরির বাজারে দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওমর ফারুক বলেন, সরকার প্রতিটি উপজেলায় একটি কারিগরি স্কুল ও কলেজের জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে এবং ১০০টি নতুন কারিগরি প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলছে।
বর্তমানে দেশে ১১৩টি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৬৪টি কারিগরি কলেজ এবং দেশে ৪ হাজার ৭২৭টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
إرسال تعليق