তিন মামলায় আরও দুই আসামির ১২ দিনের রিমান্ড
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও চিত্র ভাইরাল ও ধর্ষণের তিন মামলায় দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া ওই নারীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার আরেক আসামি মাঈনুদ্দিন সাহেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।নোয়াখালীতে এক নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতনের এক ভিডিও আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের নজরে এলে একজনকে আটক করে পুলিশ। গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তাঁরা বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেন। বিকেলে এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তা ছাড়া নির্যাতনের শিকার নারীকেও উদ্ধার করা হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
إرسال تعليق